নয়া দিল্লি: বুধবার ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ (One Nation One Election) সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একযোগে নির্বাচন নিয়ে কোবিন্দ প্যানেলের রিপোর্ট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। “এক দেশ, এক নির্বাচন” নিয়ে এই উচ্চ-স্তরের কমিটির রিপোর্ট একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি, লোকসভা নির্বাচনের ঘোষণার আগে মার্চ মাসে তাদের এই রিপোর্ট জমা দিয়েছিল।
উল্লেখ্য, মোদি সরকারের এই মেয়াদের মধ্যে এক দেশ এক ভোট নীতি কার্যকরী করা হবে। মঙ্গলবার এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নির্বাচন খরচ কমাতে এই পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ম কার্যকরী হলে সেটা সবার পক্ষে মঙ্গল হবে। মোদি সরকার যেটা বলে সেটা করে দেখায়। এবারেও তার ব্যাতিক্রম হবে না।
লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি।