Friday, September 12, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Gold Price

Gold Price | পুজোর আগে সোনার দাম কি বাড়ছে? জেনে নিন

Follow us on :

কলকাতা: আজ তৃতীয়া। আগের মতো ষষ্ঠী বা সপ্তমী থেকে এখন পুজো শুরু হয় না। মহালয়া মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হয়ে গেল। তাই পুজো শুরু বাঙালির। কিন্তু পুজোতে সোনার দাম বাড়ছে নাকি কমছে? একবার দেখে নেওয়া যাক।

রিপোর্ট অনুযায়ী, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম প্রতি গ্রামে ৭৬২০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ৭৬২০০ টাকা।

অপরদিকে, জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম (Gold Price) প্রতি গ্রামে ৭৬৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম আজ ৭৬৬০০ টাকা। জিএসটি মিলিয়ে এই দাম গিয়ে পৌঁছচ্ছে ৭৮,৮৯৮ টাকায়।

গতকাল অর্থাৎ শুক্রবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা ও সোনার বাটের দাম ১০ গ্রামে ৪৫০ টাকা করে বেড়েছে।

অন্যদিকে, জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে ৭২৮০ টাকা। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম আজ ৭২৮০০ টাকা।

Entertainment