স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে টি২০ সিরিজ আগেই জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। শনিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। আর এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারত। সেই সঙ্গে ৫টি বিশ্বরেকর্ড।
এদিনে ম্যাচে আইসিসির টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (T20I) এক ইনিংসে সর্বোচ্চ রান তোলে ভারত। শনিবার ২০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৬৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ১৩৩ রানে। ভারতের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন রবি বিষ্ণোই, ২টি উইকেট নেন মায়াঙ্ক যাদব এবং ১টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি। আর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। যোগ সঙ্গত দিয়েছিলেন লিটন দাস। কিন্তু আর কোনও ব্যাটারই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলিংয়ের সামনে।
অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে এদিন বিধ্বংসী ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। ৪০ বলে সেঞ্চুরি করেন সঞ্জু। সেই সঙ্গে টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও। যোগ্য সঙ্গত দেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ৭৫ রানের ঝোড়ে ইনিংস খেলে দ্বিতীয় উইকেটে সঞ্জুর সঙ্গে ১৭৩ রানে পার্টনারশিপ গড়েন সূর্য। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান রিয়ান পরাগ (৩৪) এবং হার্দিক পান্ডিয়া (৪৭)। শেষ বলে রিঙ্কু সিং ৬ মেরে ভারতকে পৌঁছে দেন ২৯৭ রানের স্কোরে।
For his fantastic Maiden T20I Ton, Sanju Samson becomes the Player of the Match 👏👏
Scorecard – https://t.co/ldfcwtHGSC#TeamIndia | #INDvBAN | @IamSanjuSamson | @IDFCFIRSTBank pic.twitter.com/wTqU5elLDv
— BCCI (@BCCI) October 12, 2024