ওয়েব ডেস্ক: টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। ভাবছেন এটা আবার কীরকম খবর? হ্যাঁ, এটা একদম সত্যি খবর, এখানে কোনও ভুল নেই। তৃণমূল বিধায়কের এই কর্মসূচী রীতিমতো হইচই ফেলেছে। কারণ সওকত মোল্লা জানিয়েছেন, ‘যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল’। এদিন ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে।
তবে এখানেই শেষ নয়, আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কিন্তু এমন সংবর্ধনা দেওয়ার ভাবনা কেন? তৃণমূল বিধায়ক বলেন, “আমরা এটা একটা নতুনত্ব করলাম। এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা নতুন ভাবনা।” একইসঙ্গে তিনি জানালেন, যাঁরা বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়াই মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য,অনেক বড় বড় পদাধিকারী আছেন, তাঁদের মাথায় হয়তো চুল নেই। সেই কারণে এইসব ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে।