Tuesday, July 1, 2025
spot_img
26.4 C
West Bengal

Latest Update

Ram Temple

Ram Temple | উদ্বোধনের পর প্রথম দীপাবলি, কীভাবে সাজানো হচ্ছে রামমন্দির?

Follow us on :

ওয়েব ডেস্ক: দীপাবলিতে বারাণসী এবং অযোধ্যাকে আলোয় সাজিয়ে তোলা হয় প্রতি বছরই। এই দীপোৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেকর্ডের উদ্যোগও নেওয়া হয়। এ বার এই দীপোৎসবের কেন্দ্রবিন্দু অযোধ্যার রাম মন্দির। কারণ, এ বছর জানুয়ারিতে উদ্বোধন করা হয় রামমন্দিরের (Ram Temple)। সেই দিক থেকে এ বছরই প্রথম দীপাবলি।

প্রশাসন সূত্রে খবর, এ বার সরযূ নদীর তীরে ২৮ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। আর এই দীপোৎসবের মধ্যে দিয়েই নতুন রেকর্ডের প্রস্তুতিও তুঙ্গে অযোধ্যায়। এই দীপোৎসবের জন্য বিশেষ প্রকৃতিবান্ধব দীপ আনানো হয়েছে। রাম মন্দির সেজে উঠবে সেই প্রকৃতিবান্ধব দীপে। যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক প্রশাসনিক আধিকারিক।

Entertainment