Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Dhanteras

Dhanteras | ধনতেরাসে সোনার দাম কত?

Follow us on :

ওয়েব ডেস্ক: ‘ধন’ শব্দের অর্থ ধনসম্পত্তি এবং ‘তেরাস’ শব্দের উৎপত্তি ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ, ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব। শুরু হয়ে গিয়েছে ধনতেরসের (Dhanteras) সেই শুভ সময়। সকাল ১০টা ৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত থাকছে সোনা কেনার শুভ সময়।

সোনার দাম কত ধনতেরাসে?

২১ অক্টোবরই সর্বকালীন উচ্চতায় পৌঁছয় সোনার দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট হলুদ ধাতু বিক্রি হয়েছে ৮০ হাজার ৩৩০ টাকায়। তবে সেই দামে এই ক’দিনে বড়সড় হেরফের হয়নি। বৃহস্পতিবারের পর শুক্রবার সোনার দাম কিছুটা নেমেছে। তার ফলে ধনতেরসের আগে অল্প হলেও হাসি ফুটেছে ক্রেতা ও বিক্রেতাদের মুখে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম ৭৫১০০ টাকা। ২৪ ক্যারাট পাকা ১০ গ্রাম সোনার দাম ৭৯,০০০ টাকা।

Entertainment