Saturday, January 24, 2026
spot_img
14.1 C
West Bengal

Latest Update

LPG Price Hike

মাসের প্রথম দিনেই দাম বাড়ল LPG সিলিন্ডারের

Follow us on :

ওয়েব ডেস্ক: প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানি তেলের দাম, এলপিজি গ্যাস এবং সিএনজির দাম নির্ধারণ করে। এই পুজোর মরশুমে ফের একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র। আজ ১ নভেম্বর সারা দেশে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল তাদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price Hike) দাম ৬২ টাকা করে বাড়াল, ফলে আজ থেকে নয়া দিল্লিতে সেই সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা। একেক শহরে একেক রকম দাম। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১.৫০ টাকা।

উল্লেখ্য, এর আগে ১ অক্টোবরেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা হারে বাড়ানো হয়েছিল। এই নিয়ে পরপর টানা ৪ মাস ধরে দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

Entertainment