ওয়েব ডেস্ক: দীপাবলি (Diwali) পালন করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। রবিবার ট্রুডো নিজেই সমাজমাধ্যমে দীপাবলি উদ্যাপনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। ট্রুডো এক্স হ্যান্ডলে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রুডোর হাতের কব্জিতে জড়ানো নানান রঙের সুতো। দেখে মনে হচ্ছে, তা কোনও না কোনও মন্দির থেকে পেয়েছেন তিনি। সেই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি গত কয়েক মাসে তিনটি ভিন্ন মন্দির দর্শনে গিয়েছিলাম। সেখান থেকেই আমি এই সুতোগুলো পাই।’’ ট্রুডো মনে করেন, যে কোনও হুমকি থেকে এই সুতো তাঁকে সুরক্ষা দেবে।
দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইন্দো-কানাডিয়ান সম্প্রদায়ের মানুষ ছাড়া কানাডায় দীপাবলি উদ্যাপন সম্ভব হবে না। এই সম্প্রদায়ের মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
প্রসঙ্গত, ভারত এবং কানাডার মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই ট্রুডোর এই ভিডিয়ো উল্লেখযোগ্য বলে মনে করছেন কেউ কেউ।
Happy Diwali!
So many special moments shared celebrating with the community this week. pic.twitter.com/rCTrJx6OMc
— Justin Trudeau (@JustinTrudeau) November 2, 2024