ওয়েব ডেস্ক: শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপ মারফত একটি হুমকিবার্তা এসেছিল। একটি অচেনা নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে বলা হয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে।
ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা এবং উল্লাসনগর থানার পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। রবিবার দুপুরে ফতেমা খান নামে বছর চব্বিশের এক তরুণীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঠাণে জেলার উল্লাসনগরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের সঙ্গেই থাকেন সেখানে। পিতা ব্যবসায়ী। কাঠের ব্যবসা রয়েছে। ফতেমাও উচ্চশিক্ষিত। তথ্যপ্রযুক্তিতে স্নাতক (বিএসসি) পাশ করেছেন। তাঁকে গ্রেফতারের পর ইতিমধ্যে জেরা শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে তিনি ওই হুমকিবার্তা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ফতেমাকে প্রাথমিক জেরার পর পুলিশের অনুমান, তাঁর মানসিক কিছু সমস্যা থাকতে পারে।