Friday, March 14, 2025
spot_img
39.4 C
West Bengal

Latest Update

WB By Election

WB By Election | উপনির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী? দেখে নিন একনজরে

Follow us on :

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (WB By Election)— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া। লড়াইয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি। অন্য দিকে, এ বারের নির্বাচনে কংগ্রেস এবং বামেদের মধ্যে জোট না হওয়ায় দুই দলই লড়ছে আলাদা আলাদা। হাড়োয়া আসনটি আবার বামেরা ছেড়েছে আইএসএফ-কে।

সিতাই

তৃণমূল: সঙ্গীতা রায়

বিজেপি: দীপক রায়

কংগ্রেস: হরিহর রায়

বামফ্রন্ট: অরুণকুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক)

মাদারিহাট

তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো

বিজেপি: রাহুল লোহার

কংগ্রেস: বিকাশ চম্প্র মারি

বামফ্রন্ট: পদ্ম ওঁরাও (আরএসপি)

মেদিনীপুর

তৃণমূল: সুজয় হাজরা

বিজেপি: শুভজিৎ রায়

কংগ্রেস: শ্যামল কুমার ঘোষ

বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)

তালড্যাংরা

তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু

বিজেপি: অন্যন্যা রায় চক্রবর্তী

কংগ্রেস: তুষারকান্তি সন্নিগ্রহী

বামফ্রন্ট: দেবকান্ত মহান্তি (সিপিএম)

হাড়োয়া

তৃণমূল: শেখ রবিউল ইসলাম

বিজেপি: বিমল দাস

কংগ্রেস: হাবিব রাজা চৌধুরী

আইএসএফ: পিয়ারুল ইসলাম (বাম সমর্থিত)

নৈহাটি

তৃণমূল: সনৎ দে

বিজেপি: রূপক মিত্র

কংগ্রেস: পরেশনাথ সরকার

বামফ্রন্ট: দেবজ্যোতি মজুমদার (সিপিএমএল-(লিবারেশন))

Entertainment