ওয়েব ডেস্ক: ‘বরেলি কি বরফি’ (Bareilly Ki Barfi) ২০১৭ সালের জনপ্রিয় রোমান্টিক কমেডি ড্রামা। এই সিনেমা নিকোলাস ব্যারেউ-এর উপন্যাস ‘দ্য ইনগ্রেডিয়েন্টস অফ লাভ’ অবলম্বনে তৈরি হয়েছিল। এই ত্রিকোন প্রেমের কাহিনি সে সময় দর্শকদের যথেষ্ট মন জয় করেছিল। রাজকুমার রাও কৃতি শ্যানন আর আয়ুষ্মান খুরানার জমাটি রসায়নে তৈরি হয়েছিল এই সিনেমা।
আর এবার রি- রিলিজের চলমান প্রবণতার মধ্যেই দর্শকদের নস্টালজিয়ায় ভাসানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি আগামী ৭ ফেব্রুয়ারি আবার বড় পর্দায় ফিরে আসছে। ভ্যালেন্টাইন ডে-এর ঠিক আগে প্রেম এবং বন্ধুত্ব উদযাপনের কথা মাথায় রেখে এই ছবি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তেওয়ারি। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী ও সীমা গাহওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
সিনেমার স্টোরিলাইন ছিল- বড় বড় স্বপ্ন দেখেন ছোট শহরের মেয়ে বিট্টি। মধ্যবিত্ত জীবনের বেড়াজালে নিজের জীবনকে বেঁধে রাখতে চায় না সে। তাই বিয়ে ঠিক হতেই বাড়ি থেকে পালানোর ছক কষে। সেই প্ল্যান বানচাল হয়ে যায় একটি বইয়ের কারণে। আর সেই বইয়ের লেখকের খোঁজে পৃথিবী তোলপাড় করে ফেলে বিট্টি। দেখা মেলে চিরাগ আর বিক্রম দুই হিরোর সঙ্গে। গল্প অনুযায়ী একজন দুর্দান্ত স্মার্ট এবং অন্যজন ছাপোষা। এই তিনজন মিলেই ছবিতে তৈরি করে নতুন রসায়ন।