Wednesday, July 2, 2025
spot_img
27.4 C
West Bengal

Latest Update

Saree Kotha

Saree Kotha | ‘শাড়ি কথা’, ভাবনায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল

Follow us on :

ওয়েব ডেস্ক: বিয়ে মানেই বেনারসী মাস্ট! তবে বর্তমানে চিরায়ত সাজগোজে আধুনিকীকরণের প্রলেপ লেগেছে। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে কনের সাজপোশাকে অনেকেই নতুন ছোঁয়া চাইছেন। আর সেই সাধপূরণের লক্ষ্যেই বিশেষ উদ্যোগ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর।

রাজকীয় সাজে কীভাবে কনেরা নিজেদের তুলে ধরবেন, সেই পরামর্শ দিতেই সম্প্রতি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-এর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে ‘কলকাতা ব্রাইডাল ওয়াক’ নামে এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। চিরন্তন শৃঙ্গার ভাবনার সঙ্গে হালফিলের ফ্যাশনের মিশেলে কনের সাজপোশাক তুলে ধরা হল সেই শোয়ে। আসর বসেছিল রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে। আর বিয়ের অনুষ্ঠানের সাজ মানেই তো শুধু আর শাড়ি নয়, এতে যোগ হয়েছে বিভিন্ন প্রাদেশিক পোশাক লেহেঙ্গা এবং গাউনের মতো বিষয়ও। এদিন দেশের বিভিন্ন প্রান্তের বৈবাহিক পোশাকসংস্কৃতিই ব়্যাম্পে তুলে ধরা হল স্বর্ণালী কাঞ্জিলালের ভাবনায়। এছাড়াও দেশের টেক্সটাইল ঐতিহ্যকে উদযাপনের লক্ষ্যে এদিন ‘শাড়ি কথা’ (Saree Kotha) নামে একটি নতুন ওয়েবসাইটও লঞ্চ করলেন তিনি।

Entertainment