Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Virat Kohli

Chi Chi Chi re Noni | বারাবতি স্টেডিয়ামেও বাজল ননী ছিঃ ছিঃ, চরম হাসি কোহলির

Follow us on :

ওয়েব ডেস্ক: ভারাক্রান্ত হৃদয়ে প্রেমিক গাইছেন, ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ (Chi Chi Chi re Noni)।’ ওড়িয়া ভাষায় এই গান এখন ভাইরাল। গানটি প্রায় দুই দশক পুরনো। তবে নতুন করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রের তারকারাও এই গানে রিল বানাচ্ছেন। এবার সেই গানই বেজে উঠল ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন কটকের বারাবতি স্টেডিয়ামে।

ভারতের ইনিংস চলাকালীন যখন ফ্লাডলাইটের একটি টাওয়ারের লাইট বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই স্টেডিয়ামে বেজে ওঠে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। শুধু তাই নয় এর আগে ইংল্যান্ডের ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্র জাডেজার বলে আউট হন জো রুট। ক্যাচ ধরেছিলেন বিরাট কোহলি। তারপরই মাঠে বেজে উঠেছিল, ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ। যে গান শুনে হেসে ফেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটারেরাও সেই আবহ বেশ উপভোগ করছিলেন।

Entertainment