ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ৩০ দিনের যুদ্ধবিরতিতে (Russia-Ukraine Ceasefire) সম্মত হয়েছে ইউক্রেন। গোটা দেশ তাকিয়ে ছিল রাশিয়া কি সিদ্ধান্ত নেয়। একটি সাংবাদিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রস্তাবে সম্মত। তবে সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি হলে তা হওয়া উচিত দীর্ঘমেয়াদি শান্তির অভিমুখেই।
পুতিন জানান, ‘আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছি। কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই সংকটের মূল কারণগুলি দূর করতে পারে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছেন, সেই প্রচেষ্টার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। যদিও সেকথা বলেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, ‘আইডিয়াটি সঠিক। এবং আমরা এটাকে সমর্থন করছি। কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের মার্কিন সতীর্থের সঙ্গে এই নিয়ে কথা হবে।’ শিগগির তিনি এই নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করবেন বলে দাবি করেন পুতিন।
এরপরেই একঝাঁক রাষ্ট্রনেতার নাম উঠে আসে রুশ প্রেসিডেন্টের মুখে। পুতিন বলেন, “ইউক্রেন সমস্যা মেটানোর জন্য যেভাবে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, তার জন্য আমরা কৃতজ্ঞ। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী, চিনের চেয়ারম্যান, ব্রাজিলের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ। কারণ তাঁরাও রাশিয়া-ইউক্রেন সমস্যা মেটাতে অনেক সময় ব্যয় করেছেন। হিংসা থামিয়ে, রক্তপাত বন্ধ করে সমস্যা মেটানোর মতো মহৎ কাজ করেছেন, তাই সকলকে ধন্যবাদ।”
Russia-Ukraine Ceasefire | ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন, কী করবে রাশিয়া?