Friday, March 21, 2025
spot_img
21.2 C
West Bengal

Latest Update

Sunita Williams Return

Sunita Williams Return | ফের বাতিল মিশন, কবে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়মস?

Follow us on :

ওয়েব ডেস্ক: ফের অনিশ্চয়তা। কবে পৃথিবীতে পৌঁছবেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়মস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। কারণ, ১৬ মার্চ পৃথিবীতে ফেরার কথা ছিল দুই মহাকাশচারী। কিন্তু শেষ মুহূর্তে ফের মিশন বাতিল হওয়ায়, আপাতত বিশ বাঁও জলে পৃথিবীতে ফেরা।

নাসা এবং স্পেসএক্সের মতে, নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39A-তে ফ্যালকন 9 রকেটের গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম সহ হাইড্রোলিক সিস্টেমের সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংস্থার ক্রু-10 মিশনের উৎক্ষেপণ প্রচেষ্টা তারা বাতিল করেছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার আরেকটি লঞ্চ উইন্ডো আছে। যদি স্পেসএক্স তাদের এই হাইড্রোলিক্সের সমস্যাগুলি সমাধান করতে পারে, তাহলে ফ্যালকন-9 রকেট লঞ্চটি এই সপ্তাহেও চালু করা যেতে পারে।

তবে যে রকেটটি যাওয়ার কথা ছিল সেটিতে চারজন মহাকাশচারীর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার কথা ছিল এবং সুনীতাদের এটি চেপেই দিরে আসার কথা ছিল।

অন্যদিকে, প্রায় ১০ মাস ধরে মহাকাশে কাটানো সুনীতারা পৃথিবীতে ফেরার পর বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে চলেছেন। সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এখানকার মাটিতে পা দিয়ে হাঁটে চলার কাজটি। নাসার প্রাক্তন মহাকাশ বিজ্ঞানী লেরস চিয়াও জানিয়েছেন মহাকাশ থেকে সুনীতারা যখন পৃথিবীর মাটি পা দেবেন তখন তাদের পায়ের প্রতিটি পদক্ষেপ হবে একেবার নতুন জন্ম নেওয়া একটি শিশুর মতো।

Entertainment