কলকাতা: বসন্ত সবে গুটিগুটি পায়ে বিদায় নিয়েছে। আর মার্চের মাঝেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (South Bengal Heatwave) পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায় (Weather Update)। রাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে আবার কলকাতা (Kolkata Heatwave) সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
মার্চেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ছোঁবে। দোলেই ৩৯ ডিগ্রিতে উঠেছিল পুরুলিয়ার তাপমাত্রা। শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছিল বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আগামিকাল রবিবারেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল ও সন্ধের তাপমাত্রায় ঠাণ্ডার আমেজ থাকবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। দক্ষিণবঙ্গে শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে। তবে স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। পরের সপ্তাহে ফের বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের (WB Rain 22nd March) পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
Sunita Williams Return | ফের বাতিল মিশন, কবে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়মস?