Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Taj Mahal

Taj Mahal | বোমায় উড়িয়ে দেওয়া হবে তাজমহল! হুমকি মেলে চিরুনি তল্লাশি, জোরদার নিরাপত্তা

Follow us on :

ওয়েব ডেস্ক: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাজমহল (Taj Mahal)৷ হুমকি মেল পেতেই হাই অ্যালার্ট জারি৷ অজ্ঞাত পরিচয় সাব্বাকু শঙ্করের ইমেল আইডি থেকে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং দিল্লি পুলিশের কাছে হুমকি আসে৷ সেখানেই দাবি করা হয় বিকাল ৩টে ৩০ মিনিট নাগাদ তাজমহল আরডিএক্স (রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ) দিয়ে উড়িয়ে দেওয়া হবে। পুলিশি তদন্তে উঠে আসে কেরল থেকে ওই ইমেলটি করা হয়েছে৷

তাজমহলের আশেপাশের এলাকায় নিরাপত্তাকর্মী, পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইএসএফ, তাজমহলের নিরাপত্তারক্ষীরা, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড, পর্যটন পুলিশ, এএসআই টানা তিন ঘণ্টা ধরে চিরুণী তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে প্রধান গম্বুজ, জুঁই মেঝে, মসজিদ, বাগান এবং করিডোর সহ বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়। তীব্র তল্লাশি সত্ত্বেও, কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। তাজমহলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের পেন নিয়েও ঢুকতে দেওয়া হচ্ছে না। তাজমহলের পূর্ব এবং পশ্চিম উভয় ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভিতে নজরদারি চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে অনুমান, এটি একটি ভুয়ো বার্তা। সাইবার সেল পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে।

Entertainment