স্পোর্টস ডেস্ক: আজ অর্থাৎ রবিবার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর (IPL 2025) শেষ ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংস (CSK)। পরের মরসুমে ধোনিকে (MS Dhoni) আর খেলতে দেখা যাবে বলে মনে হয় না। টসের সময় ধোনি যেন তেমনই ইঙ্গিত করলেন।
টসের পর সঞ্চালক ও ধারাভাষ্যকর রবি শাস্ত্রী (Ravi Shastri) ধোনিকে প্রশ্ন করেন, “১৮ বছর ধরে আইপিএল খেলছ, শরীর কতটা সঙ্গ দিচ্ছে?” একগাল হেসে ধোনি বলেন, “চলে যাচ্ছে। প্রত্যেক বছর এক একটা নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে যখন কেউ কেরিয়ারের শেষ পর্যায়ে চলে যায়, শরীরকে সম্মান করতে হয়, তার দেখভাল করতে হয়। সাপোর্ট স্টাফদের ধন্যবাদ, তাঁরা সেই কাজটা করে চলেছেন।”
ধোনি আরও বলেন, “কিন্তু তা সত্ত্বেও শরীর কখনও সঙ্গ দেয়, কখনও দেয় না। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি যখন আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতাম তখন এরকম সমস্যা হয়নি।” প্রসঙ্গত, এদিন শুভমান গিলদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন সিএসকে অধিনায়ক ধোনি।
এ মরসুমে ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন। কিন্তু তিনি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সেই ধোনির হাতেই নেতৃত্বের ভার এসে পড়ে। তবে এবার সিএসকে-র পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। ১৩ ম্যাচে মাত্র ৩টিতে জয়। ২০২২ সালে ১০ ম্যাচে হেরেছিল সিএসকে। ২০২০ এবং ২০১২ সালে ৮টি ম্যাচে হেরেছিল সিএসকে। কিন্তু আজকের ম্যাচ হারলে চেন্নাইয়ের সবচেয়ে খারাপ মরসুম এবার হতে চলেছে। তাই এই লজ্জা অন্তত বাঁচাতে চাইবেন ধোনি।