কলকাতা: চলতি সপ্তাহে জেলায় জেলায় রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস (West Bengal Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে (Low Pressure in Bay of Bengal) তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহভর কলকাতা (Weather Update) সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৭ মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। ২৮ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলায় জেলায়। বর্ষার আগে এই নিম্নচাপের জন্য খানিক স্বস্তি পাবে বঙ্গবাসী।
কোন কোন জেলায় বৃষ্টি?
২৮ মে- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস।
২৯ মে- বৃষ্টির সম্ভবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
৩০ মে- ভারী বৃষ্টির সম্ভবনা দুই বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলার কিছু জায়গায়।
দুই বঙ্গে ৩০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ২৮ মে কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ২৯ মে কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। ৩০ মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, এবছর নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ২৫ মে শনিবার কেরলে শুরু হয়েছে বর্ষা। সাধারণত কেরলে ১ জুন বর্ষা ঢোকে। বাংলায় বর্ষা ঢোকার সাধারণত ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত। কেরলে আগেই বর্ষা ঢুকলেও বাংলায় সময়ের আগে ঢুকবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা ঢুকলেও বাংলায় তার কোনও সরাসরি প্রভাব পড়বে না। বঙ্গবাসীর নজর বাংলায় বর্ষা ঢোকার দিনের দিকে।