Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

SIPRI Report

SIPRI Report | পরমাণু অস্ত্রসংখ্যায় শীর্ষে রাশিয়া, আমেরিকা, ভারত কত নম্বরে?

Follow us on :

ওয়েব ডেস্ক: বিভিন্ন দেশের হাতে কত পরমাণু অস্ত্র রয়েছে, তা প্রকাশ্যে আনল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদার সংস্থা স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ‘সিপ্রি’ (SIPRI Report)। সেই রিসার্চ অনুসারে, ন’টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে (৫,৪৫৯)। পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে তার পরেই রয়েছে আমেরিকা (৫,১৭৭)।

ভারত এবং পাকিস্তানের কাছে কত পরমাণু অস্ত্র রয়েছে, তাও প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের ঝুলিতে রয়েছে ১৮০টি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি পরমাণু অস্ত্র। তবে পরমাণু অস্ত্রের সংখ্যার নিরিখে ভারত এবং পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে চিন (৬০০)। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল থেকে ভারত ধাপে ধাপে নিজের পরমাণু অস্ত্রভান্ডারকে আরও বিস্তৃত করেছে।

‘সিপ্রি’র প্রতিবেদন বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৬২টি দেশ অস্ত্র কিনেছে। তবে অস্ত্র কেনার নিরিখে প্রথম পাঁচটি দেশ হল ইউক্রেন, ভারত, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। এই পাঁচটি দেশ একত্রে ওই চার বছরে বিক্রি হওয়া মোট অস্ত্রের ৩৫ শতাংশ ক্রয় করেছে।

Entertainment