ওয়েব ডেস্ক: দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz second baby)। ইলিয়ানা ও তাঁর স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন ইলিয়ানা। শনিবার ইনস্টাগ্রামের ইলিয়ানা তাঁর দ্বিতীয় ছেলের নাম জানিয়েছেন সেই সঙ্গে ছেলের ছবিও দেখিয়েছেন।
ইলিয়ানা (Ileana D’Cruz) ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, “কিয়েনু রেফ ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।” পাশাপাশি জানান, তিনি ও মাইকেল দুইজনেই সন্তানকে পেয়ে অত্যন্ত খুশি। পোস্টে দেখা যায়, সদ্যোজাত সন্তান মাথায় টুপি পরে, শরীরে তোয়ালে জড়ানো অবস্থায় পাশ ফিরে শুয়ে রয়েছে। ঘুমন্ত শিশুর সেই ছবিটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইলিয়ানার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল ‘লাল হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন অভিনন্দন সুন্দর।’ করণবীর শর্মা শুভেচ্ছা জানিয়ে লেখেন, অভিনন্দন মা!’ এক ভক্ত বলেন, ‘সুন্দর!
View this post on Instagram