Wednesday, July 9, 2025
spot_img
26.7 C
West Bengal

Latest Update

Gujarat bridge collapse

Gujarat bridge collapse | ব্রিজ ভাঙল গুজরাটে, বাড়ছে মৃত্যুর সংখ্যা

Follow us on :

ওয়েব ডেস্ক: ফের সেতু ভেঙে দুর্ঘটনা গুজরাতে (Gujarat bridge collapse)। বুধবার সকালে ভদোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। জানা গিয়েছে, ঘটনার সময়ে অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, আহত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মধ্য গুজরাত এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকায় মহীসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সেতুর উপর দিয়ে চলছিল একটি ট্রাক, একটি ভ্যান এবং দু’টি গাড়ি। সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলিও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ মিলেছে তিন জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে ওই রাজ্যের সাংসদ মীতেশ প্যাটেল বলেন, ‘‘এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে তিনটি মৃতদেহ। আহতদের মধ্যে কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও জারি। ভদোদরা এবং আনন্দ, দুই জেলার প্রশাসনিক কর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।’’

প্রসঙ্গত, তিন বছর আগে ২০২২ সালে এই রাজ্যেরই মোরবীতে সেতু ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। এর আগে সংস্কারের জন্য প্রায় ২০ বছর বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি ওই সেতু। পুনর্নির্মাণের পর ২০২২ সালের অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঝুলন্ত সেতুটি। তারপরই চারদিনের মাথায় ভেঙে পড়ে ডাবল ইঞ্জিন সরকারের তত্বাবধানে মেরামত হওয়া ওই সেতু। প্রাথমিক তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে খামতি ছিল। অভিযোগের আঙুল ওঠে নির্মাণকারী সংস্থা এবং রাজ্য সরকারের দিকেও। বুধবারের সেতু বিপর্যয় ফেরাচ্ছে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি।

Entertainment