Wednesday, July 9, 2025
spot_img
26.7 C
West Bengal

Latest Update

Texas Flood

Texas Flood | টেক্সাসের বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১৬০, নিখোঁজ শতাধিক

Follow us on :

ওয়েব ডেস্ক: আমেরিকার টেক্সাসে আকস্মিক বন্যায় (Texas flood) মৃতের সংখ্যা বেড়ে ১৬০। মঙ্গলবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সাংবাদিকদের জানিয়েছেন, এখনও ১৮০ জনের বেশি মানুষের সন্ধান মেলেনি। নিখোঁজদের খুঁজতে কাদামাটিতে ঢেকে থাকা ধ্বংসস্তূপে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

গভর্নর আরও জানান, মঙ্গলবার পর্যন্ত ‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ বন্যায় আরও ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। শুধু কেয়ার কাউন্টি থেকেই এখন পর্যন্ত ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, যাদের এক-তৃতীয়াংশের বেশি শিশু। কেয়ার কাউন্টির বাইরে অন্তত ২২ জন মারা গেছেন বলে স্থানীয় শেরিফ কার্যালয় ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

তিনি আরও জানান, কেয়ার কাউন্টির বাইরে আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোরে মাত্র এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অঞ্চলটিতে এক ফুটেরও বেশি বৃষ্টি হয়। টানা মুষলধারে বৃষ্টির ফলে গুয়াদালুপ নদীতে বন্যার সৃষ্টি হয়। বজ্রঝড় ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় নিখোঁজদের খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।

Entertainment