ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে নতুন করে নিজেকে চিনিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। হেডিংলে, এজবনাস্টনের পর লর্ডসেও (Lord’s Test) অব্যাহত পন্থের দাদাগিরি। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) তৃতীয় টেস্টে আঙুলে চোট নিয়েও তাঁর সাহসী ইনিংস শুধু ম্যাচ নয়, ক্রিকেট ইতিহাসেও জায়গা করে নিয়েছে। এবার ছক্কার নিরিখে পন্থ গড়লেন নয়া রেকর্ড (Records)। পাশাপাশি একই দিনে তিনি টপকে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকেও (Viv Richards)।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। ৮টি চারের সঙ্গে ২টি ছক্কা মেরে তিনি প্রমাণ করেছেন, চোট তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ৫৯তম ওভারের শেষ বলে বেন স্টোকসকে হাঁকানো বিশাল ছক্কাটিই ইতিহাস গড়ে দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্টে ৩৪টি ছক্কা মেরেছিলেন ভিভ রিচার্ডস। সেখানে পন্থ মাত্র ১২টি টেস্টেই টপকে গেলেন এই কিংবদন্তিকে।
তবে শুধু ভিভ রিচার্ডসই নয়, লর্ডস টেস্টে পন্থ ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও (Rohit Sharma)। টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় এখন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা। দু’জনেরই ছয়ের সংখ্যা ৮৮টি। তবে রোহিত যেখানে ৬৭টি টেস্ট খেলে এই জায়গায় পৌঁছেছেন, পন্থ সেখানে মাত্র ৪৬টি টেস্টেই এই কৃতিত্ব অর্জন করেছেন। এই তালিকায় এক নম্বরে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, যাঁর ছক্কার সংখ্যা ৯০।
উল্লেখ্য, লর্ডস টেস্টে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান পন্থ। প্রথমে আশঙ্কা ছিল, তিনি আদৌ ব্যাট করতে নামবেন কি না। কিন্তু মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে দল ও সমর্থকদের মন জয় করেন এই তরুণ তারকা। ইংল্যান্ডের বোলাররাও তাঁর ওপর দাপট দেখানোর চেষ্টা করেছিলেন ‘বডিলাইন’ আক্রমণে। কিন্তু সব বাধা পেরিয়ে ঋষভ পন্থ লিখলেন ইতিহাস।