Thursday, July 31, 2025
spot_img
28.8 C
West Bengal

Latest Update

Operation Mahadev | অপারেশন ‘মহাদেব’, খতম ৩ জঙ্গি

Follow us on :

ওয়েব ডেস্ক: শ্রীনগরের দাচিগ্রাম জঙ্গিদের সঙ্গে মুখোমুখি গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর (Indian Army)। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের (J&K Police) যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।

সূত্রের খবর, নিহত ওই তিন জঙ্গি পাকিস্তানের নাগরিক। তারা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। আপাতত, পহেলগাম জঙ্গি হামলার (Pahelgam Attack) সঙ্গে এই ঘটনার যোগ নেই বলেই জানা গিয়েছে। মাসখানেক ধরে জঙ্গিদের খোঁজে চলা তল্লাশির ফলেই এই তিন জনকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সেনার চিনার কর্পস জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সোমবার (Chinar Corps of the Indian Army launches anti-terror Operation Post Mahadev)। জম্মু-কাশ্মীরের লিডওয়াসে অপারেশন শুরু করেছিল চিনার কর্পস (Lidwas in Jammu & Kashmir)।

ভারতীয় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা RAW-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন মহাদেব’, যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশে সংগঠিত হচ্ছে। সূত্রের খবর, অভিযানে অন্তত ২০ জন উচ্চপর্যায়ের জঙ্গি নেতা নিহত হয়েছে এবং ধ্বংস করা হয়েছে ৩টি গোপন অস্ত্রাগার।

Entertainment