Friday, January 23, 2026
spot_img
21.5 C
West Bengal

Latest Update

Shibu Soren

Shibu Soren | ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত

Follow us on :

ওয়েব ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন (Shibu Soren)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) অন্যতম প্রতিষ্ঠাতা। গত সপ্তাহের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ১০টার দিকে শিবু সোরেনের মৃত্যুসংবাদ জানান তাঁর ছেলে তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।

হেমন্ত বলেন, “শ্রদ্ধেয় দিশুম গুরু আমাদের ছেড়ে চলে গেলেন। আমি শূন্য হয়ে গেলাম।” সমর্থকদের কাছে ‘দিশুম গুরু’ (Dishoom Guru) অর্থাৎ মহান নেতা হিসেবে পরিচিত শিবু বর্তমানে রাজ্যসভার সাংসদ ছিলেন। ভারতের রাজনীতিতে তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বও সামলেছেন।

বর্তমানে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত নেমরা গ্রামে এক সাঁওতাল আদিবাসী পরিবারে ১৯৪৪ সালের ১১ জানুয়ারি জন্ম হয়েছিল শিবু সোরেনের। আদিবাসী সম্প্রদায়ের অধিকার অর্জনের জন্য লড়াই করে রাজনীতিতে উজ্জ্বল হয়ে ওঠেন তিনি। তৃণমূল স্তরে কাজ করে, আদিবাসীদের জমি এবং অন্যান্য অধিকারের জন্য লড়াই করেছিলেন তিনি।

১৯৮৭ সালে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার দায়িত্ব নেন শিবু সোরেন, সেই থেকে প্রায় চার দশক ধরে আজ পর্যন্ত তিনিই ছিলেন দলের সভাপতি। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্যের স্বীকৃতি পাওয়ানোর লড়াইতে তিনিই ছিলেন পুরোভাগে। তিনবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, যদিও রাজনৈতিক টানাপোড়েনের কারণে কোনওবারই পুরো পাঁচ বছর সম্পূর্ণ করতে পারেননি। ২০০৫ সালে প্রথমবার যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তাঁর মেয়াদকাল ছিল মাত্র ৯ দিন।

Entertainment