Thursday, September 11, 2025
spot_img
29.2 C
West Bengal

Latest Update

CP Radhakrishnan

CP Radhakrishnan | নয়া উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, ১৫২ ভোটে হারালেন সুদর্শন রেড্ডিকে

Follow us on :

ওয়েব ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। সংসদের দুই কক্ষেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই নির্বাচনে রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিতই ছিল। কিন্তু কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। শাসক জোট শুধু নিজের ভোট অটুট রাখবে, নাকি অতিরিক্ত ভোটও জোগাড় করবে, তা নিয়ে কৌতূহল ছিল নানা মহলে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিজেদের সব ভোট ধরে রাখতে পারবে কি না, সে দিকেও বিভিন্ন শিবিরের নজর ছিল। ফলাফল বলছে ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সাংসদদের। লোকসভার ৫৪৩ এবং রাজ্যসভার ২৪৫ আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসনসংখ্যা ৭৮৮। কিন্তু রাজ্যসভায় ছ’টি এবং লোকসভায় একটি আসন এখন শূন্য রয়েছে। তাই মোট ৭৮১ জন সাংসদকে নিয়ে ‘নির্বাচকমণ্ডলী’ (ইলেক্টোরাল কলেজ) গঠন করা হয়।

Entertainment