Thursday, October 9, 2025
spot_img
31.3 C
West Bengal

Latest Update

Lionel Messi

Lionel Messi | ১৪ বছর পর আবারও ভারতে মেসি! কবে, কোথায়?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ভারতে আসছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। বৃহস্পতিবার, বিজয়ার দিনই নিশ্চিত করেছেন, ডিসেম্বর মাসে ভারত (India) সফরে আসবেন তিনি। ১৪ বছর পর ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টাইন তারকা দেশের চারটি শহর কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। যেখানে তিনি খেলাধুলা, সঙ্গীত, সংস্কৃতি ও ভক্তদের সঙ্গে মেলামেশার এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন মেসি (Messi)। তিনি লিখেছেন, “আমি সত্যিই উচ্ছ্বসিত, এই ডিসেম্বর মাসে এত সুন্দর দেশ ভারত ভ্রমণ করতে যাচ্ছি। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি এবং সম্ভবত আরও একটি শহরে আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ এবং দাতব্য উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়া আমার জন্য আনন্দের হবে। এই ইভেন্টগুলোর টিকিট একমাত্র ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাবে। ভারতের বড় তারকা এবং শীর্ষস্থানীয় মান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাওয়াও আমার জন্য গৌরবের বিষয়।…”

মেসি ট্যুর শুরু করবেন কলকাতা (Kolkata) থেকে। আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে আসবেন তিনি। এর পর ১৪ ডিসেম্বর মুম্বইয়ের (Mumbai) ওয়ানখেড়ে স্টেডিয়াম ও ১৫ ডিসেম্বর দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে যাবেন মেসি। ১৫ ডিসেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে সফর শেষ করবেন তিনি। এটি মেসির প্রথম ভারত সফর নয়, ২০১১ সালে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচে খেলেছিলেন।

Entertainment