Wednesday, October 8, 2025
spot_img
32.1 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | অস্ট্রেলিয়া সিরিজে নয়া রেকর্ডের সামনে রোহিত শর্মা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ছয় মাসেরও অধিক সময় পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছেনে রোহিত শর্মা (Rohit Sharma)। তবে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, তাঁর অধিনায়কত্ব গিয়েছে। বদলেছে অনেক কিছু। ভারতীয় দলের নতুন ওয়ান ডে অধিনায়ক হয়েছেন শুভমন গিল। রোহিতের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে প্রবল সংশয়। তবে আসন্ন এই অস্ট্রেলিয়া সিরিজে নয়া রেকর্ডের সামনে রোহিত শর্মা। কী সেই রেকর্ড দেখে নেওয়া যাক-

ওয়ান ডেতে রোহিত শর্মা এখনও পর্যন্ত মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজের তিন ম্য়াচে আর আটটি ছক্কা মারতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার হয়ে যাবেন। বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে।

পাশাপাশি রোহিত দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।

Entertainment