Saturday, November 15, 2025
spot_img
20.8 C
West Bengal

Latest Update

Rishabh Pant

Rishabh Pant | ইডেনে মাত্র ২৪ বল খেলে নয়া রেকর্ড পন্থের, কার রেকর্ড ভাঙলেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ২৭ রান করেই আউট হয়েছেন ঋষভ পন্থ। কিন্তু সেই ছোট ইনিংসেই গড়লেন বড় রেকর্ড। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির এখন একমাত্র পন্থের দখলে। ভেঙে দিলেন কিংবদন্তি বীরেন্দ্র সহবাগের রেকর্ড।

শনিবার পন্থের ২৭ রানের ইনিংসে আসে ২টি ছক্কা। সেই সঙ্গে সহবাগকে টপকে উঠে যান এক নম্বরে। এই ম্যাচ শুরুর আগে দু’জনই যৌথ ভাবে শীর্ষে ছিলেন। দিনের শেষে টেস্টে পন্থের মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ৯২টি, যেখানে সহবাগের ছক্কা ৯০টি।

ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকলেও বিশ্ব তালিকায় পন্থ রয়েছেন সপ্তম স্থানে। সেখানে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস— টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ১৩৬। দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাকালাম (১০৭), তৃতীয় স্থানে অ্যাডাম গিলক্রিস্ট (১০০)। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন টিম সাউদি (৯৮), ক্রিস গেল (৯৮) এবং জ্যাক কালিস (৯৭)।

Entertainment