কলকাতা: আগামিকাল অর্থাৎ রবিবার আবারও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুর দুই দিকেই কোনও যানবাহন চলাচল করতে পারবে না। মোট ১৬ ঘণ্টার এই বিধিনিষেধ সেতুর রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই জারি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রবিবারই অনুরূপ ভাবে সেতু বন্ধ রেখে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার লালবাজার থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ৯টার পর নির্ধারিত সময়সীমা শেষ হলে আবার সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে সেতু। এর আগের রবিবারও ভোর থেকে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি) গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত মেরামত ও সংস্কারের কাজ করছে। সেই কাজ আরও দ্রুত ও নিরাপদে শেষ করতেই এই সপ্তাহান্তে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
কলকাতা পুলিশ জানিয়েছে, বন্ধের সময়ে সাধারণ যাত্রীরা বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন। হাওড়া–কলকাতার মধ্যে যাতায়াতকারী যানবাহনকে আগেভাগে রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। যানজট এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থাও নেওয়া হবে।
রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, কলকাতা ও হাওড়া সহ দূরদূরান্তের জেলাগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে দ্বিতীয় হুগলি সেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংস্কারের জন্য আলাদা সময় পাওয়া যায় না। রবিবারের ছুটির দিনেই এই কাজ করা সম্ভব। সেই কারণেই ধারাবাহিক ভাবে প্রতি রবিবার সেতু বন্ধ রেখে সংস্কার চলছে। উল্লেখযোগ্য, নবান্নে যাওয়ার ক্ষেত্রেও এই সেতুর উপর নির্ভর করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিয়মিত এই সেতুপথই ব্যবহার করেন।




