Thursday, January 22, 2026
spot_img
15.6 C
West Bengal

Latest Update

Rohit Sharma & Virat Kohli

Rohit Sharma | Virat Kohli | রাঁচীতে পাশাপাশি নেটে অনুশীলন রোহিত-কোহলির

Follow us on :

স্পোর্টস ডেস্ক: নয় মাস পর দেশের মাটিতে এক দিনের আন্তর্জাতিক সিরিজে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা—যারা সদ্য টেস্ট সিরিজে ভারতকে চূর্ণ করে ফিরেছে। সামনে যে কঠিন লড়াই অপেক্ষা করছে, তা ভালোভাবেই জানেন রোহিত ও কোহলি। তাই সিরিজ শুরুর চার দিন আগেই রাঁচিতে অনুশীলনে নেমে পড়েছেন দুই তারকা ব্যাটার।

ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা প্রকাশ করেছে তাঁদের অনুশীলনের একটি ভিডিও। সেখানে দেখা যায়, রাঁচির স্টেডিয়ামে পাশাপাশি নেটে ব্যাট করছেন দু’জন। কোহলির পরনে ভারতের অনুশীলন জার্সি, রোহিতের গায়ে কালো টি-শার্ট। দীর্ঘ সময় ধরে নেটে ব্যাট করে দুই অভিজ্ঞ ক্রিকেটার। বিভিন্ন ধরনের শট খেলেন তাঁরা। রোহিতকে বেশ কিছু আকর্ষণীয় ছক্কা মারতে দেখা যায়, অন্যদিকে কোহলি রাখলেন মাটিঘেঁষা শটে জোর—স্ট্রোক-প্লেতে স্পষ্টতার ওপরই জোর দিচ্ছেন তিনি।

রোহিত–কোহলির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিলক বর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ও। প্রথমে দাঁড়িয়ে দুই সিনিয়রের ব্যাটিং মন দিয়ে দেখেন, পরে নেটে নিজেরাও অনুশীলন করেন। উপস্থিত ছিলেন দলের থ্রো-ডাউন বিশেষজ্ঞ এবং কয়েকজন স্থানীয় বোলার, যাঁদের বিরুদ্ধে ব্যাট করেন চারজন ক্রিকেটার। অনুশীলনে যোগ দেন ঝাড়খণ্ডের অভিজ্ঞ ক্রিকেটার শাহবাজ নাদিমও।

Entertainment