ওয়েব ডেস্ক: এসআইআর নিয়ে অসন্তোষের আবহে মতুয়াগড়ে ইতিমধ্যেই সভা-মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কেন্দ্র করে মতুয়া সমাজের বড় অংশ বিজেপির প্রতি ক্ষোভে ফেটে পড়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। সেই পরিস্থিতিকে কাজে লাগাতে সক্রিয় তৃণমূল। ফলে ২০২৬-এর নির্বাচনে মতুয়া অধ্যুষিত অঞ্চলে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন বিজেপি। সম্ভবত সেই কারণেই মতুয়াগড় থেকেই রাজ্যের ভোটপ্রচার শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করবেন তিনি।
এদিন সংসদে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন—SIR নিয়ে আত্মতুষ্টি ঝেড়ে ফেলে মাঠে নেমে লড়াই করেই জয় ছিনিয়ে আনতে হবে।
বৈঠকের শেষে সাংসদদের হাতে মোদি একটি করে ‘পারফরম্যান্স রিপোর্ট’ও তুলে দেন। সূত্রের খবর, বেশ কয়েকজন সাংসদের কাজে তিনি অসন্তুষ্ট। ফলে অনেকেই বৈঠক থেকে হতাশ হয়েই ফিরেছেন। সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খবর নেন মোদি এবং সাবধানে থাকার পরামর্শ দেন বলেও জানা যায়।
অন্যদিকে, এসআইআর নিয়ে অভিযোগ জানাতে দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।




