Thursday, January 22, 2026
spot_img
23.3 C
West Bengal

Latest Update

Primary TET Verdict

Primary TET Verdict | প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল, তবে ‘দুর্নীতি’তে তদন্ত

Follow us on :

কলকাতা: প্রাথমিক টেটের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল নয়—এমনই বড় স্বস্তির রায় দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Primary TET Verdict)। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানিয়ে দেয়, সকলেই স্বপদে বহাল থাকবেন।

তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিয়োগ–দুর্নীতির অভিযোগের তদন্ত কেন্দ্রীয় সংস্থার মাধ্যমেই চলবে। বিচারপতিদের পর্যবেক্ষণ—“দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির উপর বিরূপ প্রভাব পড়বে।” ফলে স্বস্তির শ্বাস নিয়েছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকরা।

এজলাস থেকে বেরিয়ে ৩২ হাজার শিক্ষকের পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, “সিঙ্গল বেঞ্চ দুর্নীতির অভিযোগে ৩২ হাজার চাকরি বাতিল করেছিল। কিন্তু কর্তৃপক্ষের ভুল বা দুর্নীতির জন্য নিরীহ চাকরিপ্রাপ্তদের চাকরি যেতে পারে না। যাঁরা সফল হননি, তাঁদের জন্য সকলের জীবন ড্যামেজ হতে পারে না। যারা এতদিন ধরে কাজ করছেন, তারা কোনও প্রভাবশালীর সঙ্গে যুক্ত নন—সেই কারণেই চাকরি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।”

হাই কোর্টের এই রায় ঘোষণার পরই প্রাথমিক শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। X-এ তিনি লেখেন, “সত্যের জয় হল।”

Entertainment