Thursday, December 4, 2025
spot_img
20 C
West Bengal

Latest Update

Smriti Mandhana

Smriti Mandhana | Palak Muchhal | আদৌ বিয়ে হবে পলাশ-স্মৃতির? কী বললেন পলক?

Follow us on :

ওয়েব ডেস্ক: ২৩ নভেম্বর বিয়ের দিন ঠিক ছিল ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও পলাশ মুচ্ছলের। সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। পাত্রপক্ষ পৌঁছেছিল স্মৃতির সাঙ্গলীর বাড়িতে। কিন্তু আচমকাই আসে বিপত্তি—স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মন্ধানা পরিবার। এরপর থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি।

বিয়ে স্থগিত হওয়ার পরই সামনে আসতে থাকে পলাশকে ঘিরে একাধিক মহিলার পুরনো অভিযোগ। সমাজমাধ্যমে পলাশকে আনফলো করতে দেখা যায় স্মৃতির ভাই এবং তাঁর কয়েকজন সতীর্থকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তাহলে কি আর হচ্ছে না স্মৃতি-পলাশের বিয়ে?

এই জল্পনার মধ্যেই সামনে এলেন পলাশের বোন ও গায়িকা পলক মুচ্ছল। বিয়ের আগের অনুষ্ঠান—গায়েহলুদ, সঙ্গীত—সবেতেই দারুণ খুশি ছিলেন তিনি। কিন্তু বিয়ে স্থগিত হওয়ার পর থেকে নীরব ছিলেন পলকও। এদিকে পলাশকে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যাওয়ার ছবি আরও জল্পনা বাড়িয়েছে।

কিছুদিন আগে রটেছিল, বিয়ের নতুন তারিখ নাকি ৭ ডিসেম্বর। তবে সেই খবর নস্যাৎ করেন স্মৃতির ভাই। এবার পলক বলেন,
“দুই পরিবারই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করছি। অন্য কিছুতে মনোযোগ দিচ্ছি না। বরং পরিবারের মধ্যেই সংযোগ আরও দৃঢ় হচ্ছে। পরিবারই আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে।”

তবে শেষ পর্যন্ত বিয়ে আদৌ হবে কি না, হলে কবে হবে—এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি পলক। ফলে স্মৃতি-পলাশের বিয়ে নিয়ে রহস্য আরও ঘনীভূতই রইল।

Entertainment