স্পোর্টস ডেস্ক: টানা ২০টি এক দিনের ম্যাচে টস হারার হতাশা কাটিয়ে অবশেষে শনিবার ভাগ্যের মুখ দেখল ভারত। লোকেশ রাহুল (KL Rahul) টস জিততেই যেন ম্যাচ জয়ের আনন্দে মেতে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা। বিশাখাপত্তনমে টসের সময় অনুশীলন থামিয়ে মাঠের ধারে একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন হর্ষিত রানা, অর্শদীপ সিংহ এবং ঋষভ পন্থ। রাহুল ‘হেড’ জিততেই তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
রাহুল টস করতে যাওয়ার আগেই সতীর্থ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা তাঁকে শুভেচ্ছা জানান। সেই উৎসাহেই হয়তো খানিকটা ‘বলিউডি স্টাইলে’ দু’হাত দুলিয়ে টসের জায়গায় পৌঁছন রাহুল। এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছিল ভারতীয় শিবিরে।
টসের জায়গায় তাঁকে দেখে সঞ্চালক মুরলি কার্তিক এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনও হাসি চেপে রাখতে পারেননি। তখনও পৌঁছননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কয়েক সেকেন্ড পরে তিনি এসে রাহুলের হাতে মুদ্রা দেখেও হেসে ফেলেন।
দীর্ঘদিন ধরে টস জিততে না পারায় মন খারাপ ছিল ভারতের। রোহিত শর্মা, শুভমন গিল বা লোকেশ রাহুল—কেউই ভাগ্যকে অনুকূলে আনতে পারছিলেন না। তাই বলা শুরু হয়েছিল, টস নিয়ে ভাবেন না তাঁরা; মূল লক্ষ্য ম্যাচ জেতা। তবুও টস জিততে না পারার চাপ বেড়েই চলছিল।
অবশেষে শনিবার রাহুল বাঁ হাতে ছুড়ে দিলেন শূন্য কয়েন। বাভুমা বললেন ‘টেল’। মুদ্রা মাটিতে পড়তেই রেফারি রিচার্ডসন ঘোষণা করলেন—‘হেড’। আর তাতেই টস জিতল ভারত। এই ঘোষণা হতেই আনন্দে ঝাঁপিয়ে পড়েন হর্ষিত ও পন্থ; পরস্পরকে জড়িয়ে ধরেন দু’জন। অর্শদীপও হাসতে হাসতে হাততালি দিতে থাকেন।




