স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Lionel Messi – Cristiano Ronaldo)। একজন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার অধিনায়ক, যাঁকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার বলে থাকেন। আরেকজন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, ইউরো চ্যাম্পিয়ন, নেশনস লিগজয়ী রোনাল্ডো। এখনও অধরা কেবল বিশ্বকাপের মুকুট। সেই স্বপ্ন পূরণে লক্ষ্য স্থির করে ২০২৬ সালের বিশ্বকাপে নামছেন তিনি।
শুক্রবার গভীর রাতে ঘোষণা হল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। আর তাতেই তৈরি হল প্রথমবারের মতো মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ দেখার সম্ভাবনা। ভক্তদের উত্তেজনার মাত্রা আকাশছোঁয়া।
বিশ্বকাপে আর্জেন্তিনা ও পর্তুগাল এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে। সেখানে এগিয়ে রোনাল্ডোর দেশ—জয় ৪ বার। আর্জেন্তিনার জয় মাত্র ১ বার, বাকি দু’টি ম্যাচ ড্র। কিন্তু উল্লেখযোগ্য বিষয়—মেসি ও রোনাল্ডো কোনও দিন বিশ্বকাপ মঞ্চে একে অন্যের বিরুদ্ধে খেলেননি। ২০২৬ বিশ্বকাপ সেই ইতিহাস বদলে দিতে পারে।
গ্রুপে কারা কারা
আর্জেন্তিনা (গ্রুপ জে): আলজিরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
পর্তুগাল (গ্রুপ কে): কলম্বিয়া, উজবেকিস্তান, এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে আসা একটি দল
কীভাবে দেখা হতে পারে দুই তারকার?
অঙ্ক আর সমীকরণ বলছে—যদি আর্জেন্তিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপের শীর্ষে শেষ করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। গ্রুপ পর্বের পর রাউন্ড অফ থার্টি টু। যেহেতু এবার ৪৮ দলের বিশ্বকাপ, তাই অন্যান্যবারের থেকে অতিরিক্ত একটি রাউন্ড থাকছে। তবে সেই রাউন্ডে সহজ প্রতিপক্ষের সম্ভাবনা রয়েছে। এরপর রাউন্ড অফ ১৬। সেই ম্যাচও যদি মেসি-রোনাল্ডোরা নিজেদের ম্যাচে জেতেন, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দুই কিংবদন্তির। অর্থাৎ শেষ আটে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনা।
শেষ আটে মেসি বনাম রোনাল্ডো?
হিসেব বলছে—হ্যাঁ, সম্ভাবনা প্রবল। আর সেই সম্ভাবনাই ফুটবল দুনিয়ায় বাড়িয়ে দিয়েছে রোমাঞ্চ।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার মাঠে দেখা যেতে পারে আধুনিক ফুটবলের দুই সর্বশ্রেষ্ঠ তারকার সোজাসুজি লড়াই—শেষ আটে মেসি বনাম রোনাল্ডো!



