ওয়েব ডেস্ক: গোটা দেশে নিমেসুলাইড (Nimesulide) পেনকিলার ও জ্বরের ওষুধ সম্পূর্ণ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। নিমেসুলাইডের উৎপাদন, বিক্রি ও বিতরণে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। পাশাপাশি নিমেসুলাইড ফর্মুলেশনে তৈরি ১০০ মিলিগ্রামের বেশি ডোজের সমস্ত ট্যাবলেট ও সিরাপও নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণত ব্যথানাশক ও জ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত নিমেসুলাইড ১০০ মিলিগ্রামের বেশি ডোজে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। সেই কারণেই এই ওষুধের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত।
উল্লেখযোগ্যভাবে, বিশ্বের বহু দেশেই বহু বছর আগে নিমেসুলাইড নিষিদ্ধ করা হয়েছে। ভারতে ২০১১ সালেই ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য এই ওষুধ নিষিদ্ধ করেছিল তৎকালীন ইউপিএ-২ সরকার। এবার সব বয়সের ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।
Indian Council of Medical Research (ICMR)-এর পরামর্শ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। ICMR-এর মতামতের ভিত্তিতে মূল্যায়নের পর ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, ১৯৪০-এর আওতায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নিমেসুলাইড নিষিদ্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করা হয়েছে যে, নিমেসুলাইডের বিকল্প হিসেবে বাজারে একাধিক নিরাপদ ওষুধ ইতিমধ্যেই উপলব্ধ রয়েছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এস চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “অনেক আগেই এই ওষুধ নিষিদ্ধ হওয়া উচিত ছিল। বহু দেশে আগেই নিমেসুলাইড নিষিদ্ধ। জ্বর বা সামান্য আঘাত পেলেই যাচ্ছেতাইভাবে এই ওষুধ খাওয়া হচ্ছিল, পার্শ্বপ্রতিক্রিয়ার কথা কেউ ভাবছিলেন না। সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।”
এদিকে, একই সঙ্গে একটি খসড়া বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে ১৯৪৫ সালের ড্রাগস নীতিতে সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় K তফসিল থেকে বিশেষ ক্ষেত্রে ‘সিরাপ’ শব্দটি বাদ দেওয়ার কথা বলা হয়েছে, যা নির্দিষ্ট কিছু নিয়ন্ত্রক বিধান থেকে অব্যাহতি পাওয়া ওষুধের সঙ্গে সম্পর্কিত। এই খসড়া নিয়েও শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
The government has banned the manufacture of the painkiller nimesulide and has also prohibited the sale of all oral formulations of this popular painkiller containing more than 100 mg. pic.twitter.com/gfw1DYUlTi
— ANI (@ANI) December 31, 2025




