Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | বারুইপুরে অভিষেকের সভায় ব্রিগেডের মতো ক্রস ব়্যাম্প

Follow us on :

ওয়েব ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বছরের শুরু থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দু’বছর ধরে নিজের সংসদীয় কেন্দ্রের জেলাজুড়ে ধারাবাহিক মেগা জনসভা করে চলেছেন তিনি। শুক্রবার বারুইপুরে তাঁর জনসভা যে জনপ্লাবনে রূপ নিতে চলেছে, তা আঁচ করেই প্রশাসনের তরফে আগাম একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে বারুইপুরের সভায় সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে মঞ্চসজ্জা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র‌্যাম্পের আদলে যে মঞ্চ তৈরি হয়েছিল, এবার তারই পুনরাবৃত্তি হতে চলেছে বারুইপুরে। ক্রস র‌্যাম্পের মতো করে তৈরি হয়েছে মঞ্চ, যার ফলে একেবারে জনতার মাঝখানে নেমে বক্তব্য রাখার সুযোগ পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে শুরু হবে এই জনসভা।

বারুইপুরের সাগর সংঘের মাঠ জুড়ে তৈরি হওয়া মঞ্চটি অনেকটাই ব্রিগেডের আদলে। মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চের সঙ্গে দু’পাশে জনপ্রতিনিধিদের বসার জন্য আরও দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ২০০ ফুট বাই ১৪০ ফুটের একটি র‌্যাম্প। এই র‌্যাম্প জুড়েই ঘুরে ঘুরে বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও বক্তব্য চলাকালীন র‌্যাম্পের দু’ধারে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ।

এ ছাড়াও মূল মঞ্চের সঙ্গে আরও দুটি মঞ্চ নির্মাণ করা হয়েছে, যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের বড় স্ক্রিনে সরাসরি সভা দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা তিনটি মঞ্চে ভাগ হয়ে বসবেন। একদিকে থাকবেন ৩১ জন বিধায়ক, অন্যদিকে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মঞ্চের দু’প্রান্তে রাখা হয়েছে দুটি আলাদা পোডিয়াম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি একেবারে মঞ্চের পিছন পর্যন্ত যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিদের বসার জন্য সেখানে একটি আলাদা ঘরও তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বারুইপুরের জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি নজর কেড়েছে সুবিশাল ও অভিনব মঞ্চসজ্জা।

Entertainment