Thursday, January 22, 2026
spot_img
15.6 C
West Bengal

Latest Update

Dilip Ghosh

Dilip Ghosh | ‘…মাঠে নেমে পড়লাম!’ চাঙ্গা দিলীপ কী কী বললেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর ফের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে হাজির হলেন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রায় আট মাসের নীরবতা ভেঙে স্পষ্ট বার্তা দিলেন—২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এবার মাঠে নামছেন তিনি। জানালেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাতেই তাঁর এই সক্রিয়তা।

বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, দিলীপ ঘোষ আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন কি না। সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়ল বৃহস্পতিবার। দুপুরে সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে যান প্রাক্তন সাংসদ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ।

দলের অন্দরে দীর্ঘদিন কোণঠাসা থাকার প্রশ্নে আক্রমণাত্মক ভঙ্গিতেই জবাব দেন তিনি। সাফ জানিয়ে দেন, তাঁকে ময়দানে নামতে বলেছেন স্বয়ং অমিত শাহ। দিলীপ ঘোষের কথায়, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।”

তিনি আরও বলেন, “আমি সব সময়ই আছি। মাঠ জুড়ে খেলব। আমি ছয় বছর রাজ্য সভাপতি ছিলাম। পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দলের যেভাবে আমাকে প্রয়োজন, আমি আছি। লড়ব।”

দীর্ঘ বিরতির পর দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন যে রাজ্য বিজেপির অন্দরে নতুন সমীকরণ তৈরি করতে পারে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ২০২৬-এর লড়াইয়ে তাঁকে কোন ভূমিকায় দেখা যায়।

Entertainment