Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | চিকেন প্যাটিস কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক

Follow us on :

ওয়েব ডেস্ক: ছাব্বিশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে একমাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  শুক্রবার বারুইপুরে প্রথম ‘রণসংকল্প সভা’ করেন তিনি। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুরের (Baruipur) থেকেই কেন কর্মসূচির সূচনা? রণসংকল্প সভার মঞ্চ থেকে সেই কারণই ব্যাখ্যা করলেন অভিষেক। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। বললেন, দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনের সবকটিই জিততে হবে।

সেই সঙ্গে ব্রিগেডে চিকেন প্যাটিস বিতর্ক নিয়েও বারুইপুরে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির জন্য যারা হামলা চালিয়েছে, তাহলে কিছু বলার নেই। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, কুকুর-মানুষ সকলের মধ্যে আমি বিরাজমান। এর জবাব বাংলা দেবে। কে কী খাবে, কী বিক্রি করবে, কী পরবে, সেটা কি বিজেপির দালালরা ঠিক করবে? আমাদের সংস্কৃতিকে ওরা বাংলাদেশি বলে দাগিয়ে দেয়। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বাংলার মানুষের দিকে চোখ তুলে তাকালে জবাব পাবে। ২০২৬-এও ব্যতিক্রম হবে না।’’

Entertainment