Tuesday, January 13, 2026
spot_img
23 C
West Bengal

Latest Update

Donald Trump

Donald Trump | ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের! দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

Follow us on :

ওয়েব ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভ দমনে প্রশাসন যদি বলপ্রয়োগ করে বা বিক্ষোভকারীদের হত্যা শুরু হয়, তবে কড়া ব্যবস্থা নেবে আমেরিকা—এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কনজারভেটিভ রেডিওর হোস্ট হাগ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ওদের জানিয়ে দিয়েছি—ওরা যদি মানুষ হত্যা শুরু করে, যা অশান্তির সময় ওরা করে থাকে… ওদের অনেক অশান্তি হয়েছে… যদি আবার তা করে, আমরা জোরাল আঘাত করব।”

ইরানে তীব্র আর্থিক সঙ্কটের জেরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। এই প্রেক্ষিতেই ট্রাম্পের সতর্কবার্তা। মানবাধিকার কর্মীদের দাবি, সংঘর্ষের জেরে ইতিমধ্যেই অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। তেহরান যেভাবে পরিস্থিতি সামলাচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সাক্ষাৎকারে হিউইট উল্লেখ করেন, প্রতিবাদ চলাকালীন অশান্তিতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ট্রাম্প বলেন, “পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমি নিশ্চিত নই—এর জন্য কাউকে দোষারোপ করতে পারি। তবে ওদের খুব কঠোরভাবে বলে দেওয়া হয়েছে—আমি এখন আপনার সঙ্গে যেভাবে কথা বলছি, তার থেকেও জোরালভাবে—যে এটা যদি ওরা করে, ওদের নরক-যন্ত্রণা সহ্য করতে হবে।”

সরকার-বিরোধী প্রতিবাদ নিয়ে ইরানের উদ্দেশে তাঁর বার্তা কী—এই প্রশ্নে ট্রাম্প বলেন, “আপনাদের স্বাধীনতা দৃঢ়ভাবে অনুভব করা উচিত। আপনারা সাহসী মানুষ। আপনাদের দেশের সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক। আপনাদের দেশ একসময় একটি মহান দেশ ছিল।”

এদিকে ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, অর্থনৈতিক সঙ্কটজনিত বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট শুরু হয়েছে। তেহরান, মাশহাদ ও ইসফাহান-সহ একাধিক প্রধান শহরের প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমেছেন।

এই পরিস্থিতিতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া প্রয়াত শাহের পুত্র ও নির্বাসিত বিরোধী মুখ রেজা পাহলভি ইরানের জনগণের কাছে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আর্জি জানান। যদিও যাচাই না হওয়া বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে একাধিক শহরে পাহলভি-পন্থী স্লোগানের ছবি সামনে এলেও, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি—দেশজুড়ে পরিস্থিতি শান্ত রয়েছে।

Entertainment