ওয়েব ডেস্ক: ভারতের সোনার (Gold Price) বাজারে ফের বড়সড় উত্থান দেখা গেল। দেশের অন্যতম প্রধান সোনার বাণিজ্যকেন্দ্র কলকাতার বাজারে সকাল থেকেই প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়, যা ক্রেতা ও ব্যবসায়ী মহলে যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছে।
বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং একই সঙ্গে মার্কিন ডলারের মান কমে যাওয়াই এই ঊর্ধ্বগতির প্রধান কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। দক্ষ সোনা ব্যবসায়ী সমিতির মতে, আন্তর্জাতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। এর পাশাপাশি, দেশের আসন্ন বিবাহের মরসুমও সোনার চাহিদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
অনেক ক্রেতার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে। সেই কারণে ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির আগেই এখনই কেনাকাটার প্রবণতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে সোনার দামে এই ওঠানামা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।
নতুন বছরের শুরুতেই রেকর্ড দাম
২০২৬ সালের শুরুতেই সোনার বাজারে রেকর্ড গড়েছে এই হলুদ ধাতু। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ₹১,৪০,৪৯০-এ। গত সপ্তাহের তুলনায় প্রায় ৩.৩ শতাংশ মূল্যবৃদ্ধি বাজারে স্পষ্ট প্রভাব ফেলেছে।
আজকের বাজারদর (২২ ও ২৪ ক্যারেট)
২৪ ক্যারেট সোনা
প্রতি ১ গ্রাম: ₹১৪,০৪৯
প্রতি ১০ গ্রাম: ₹১,৪০,৪৯০
২২ ক্যারেট সোনা
প্রতি ১ গ্রাম: ₹১২,৮৬৫
প্রতি ১০ গ্রাম: ₹১,২৮,৬৫০
উল্লেখ্য, এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি ও বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কর অন্তর্ভুক্ত রয়েছে।
কেন বাড়ছে সোনার দাম?
বিশ্লেষকদের মতে, একাধিক কারণ একসঙ্গে কাজ করায় সোনার দামে এই বড়সড় উত্থান—
মুদ্রাস্ফীতি ও ডলারের দুর্বলতা: আন্তর্জাতিক বাজারে ডলারের মান কমায় সোনার দাম বেড়েছে।
আন্তর্জাতিক চাহিদা: বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে।
বিবাহ ও উৎসবের মরসুম: ভারতের বাজারে এই সময়ে স্বাভাবিকভাবেই সোনার চাহিদা বৃদ্ধি পায়।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
সোনার দামের এই ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বিবাহের প্রয়োজন মেটাতে আগেভাগেই সোনা কিনে রাখছেন, আবার অনেক নতুন ক্রেতা উচ্চ দামের কারণে কেনাকাটা নিয়ে দ্বিধায় রয়েছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির প্রভাব আগামী দিনগুলোতে খুচরো বাজারে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।




