স্পোর্টস ডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ এক দিনের ম্যাচ খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। আপাতত সূচিতে আর কোনও এক দিনের ম্যাচ না থাকায় আগামী ছ’মাস ভারতীয় জার্সিতে দেখা যাবে না এই দুই তারকাকে।
এবার ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও রোহিত ও কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল। সেখানে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও জাতীয় দলে তাঁদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।
ভারতের পরবর্তী এক দিনের সিরিজ জুলাই মাসে। ইংল্যান্ড সফরে ১৪ জুলাই বার্মিংহ্যামে, ১৬ জুলাই কার্ডিফে এবং ১৯ জুলাই লর্ডসে তিনটি ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজ়ের আগে এক দিনের ক্রিকেট থেকে অবসর না নিলে কোহলি ও রোহিতের প্রত্যাবর্তন হতে পারে ইংল্যান্ড সফরেই। সেক্ষেত্রে ১৭৬ দিন পর আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তাঁরা।
যদিও ইংল্যান্ড সফরের আগে জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলার সম্ভাবনাও রয়েছে। তবে সেই সিরিজ় নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চলতি বছরের বাকি সময়েও ওয়েস্ট ইন্ডিজ, নিউ জ়িল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। সেখানেও খেলতে পারেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন কোহলি। প্রথম ম্যাচে ৯৩, দ্বিতীয় ম্যাচে ২৩ এবং তৃতীয় ম্যাচে ১২৪ রান করে তিন ম্যাচে মোট ২৪০ রান সংগ্রহ করেন তিনি। অন্য দিকে রোহিতের ব্যাট নীরবই থেকেছে। তিন ম্যাচে তাঁর রান ২৬, ২৪ ও ১১—মোট ৬১। ফলে কোহলির জায়গা নিয়ে প্রশ্ন না উঠলেও, রোহিতের এক দিনের কেরিয়ার নিয়ে চাপ যে বেড়েছে, তা বলাই যায়।




