Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

ভোট প্রচারে বেরিয়ে ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পড়ে গেলেও নিজের সভা বাতিল করেননি মমতা বন্দ্যোপাধ্যায়

Follow us on :

দুর্গাপুর: মাস দেড়েক আগেই আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বাড়িতেই পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তাঁর। ঠিক তার ৪৪ দিন পর ফের আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আসানসোলে লোকসভা ভোটের (Lok Sabha Election) দু’টি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে সেখানেই যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কপ্টারে উঠে আসনে বসার সময়ে আচমকাই পড়ে যান।

তবে পড়ে গেলেও নিজের সভা বাতিল করেননি মমতা। দ্রুত উঠে সামলে নেন। কপ্টারও রওনা হয় মমতার প্রথম সভা কুলটির উদ্দেশে। যথাসময়েই সেখানে পৌঁছে যান তৃণমূলনেত্রী। বক্তৃতাও শুরু করেন। চোট নিয়ে সেই সভায় কথা বলেননি মুখ্যমন্ত্রী। বলেননি পড়ে যাওয়ার কথাও।

Entertainment