Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Shah Rukh Khan Health Update

Shah Rukh Khan | কেমন আছেন শাহরুখ খান? ফাইনালে মাঠে থাকবেন?

রবিবার ফাইনালে কি শাহরুখকে চেন্নাইয়ের মাঠে দেখা যাবে?

Follow us on :

আহমেদাবাদ: মঙ্গলবার শরীর খারাপই ছিল, বুধবার হাসপাতালে ভর্তি করাতেই হয় শাহরুখ খানকে (Shah Rukh Khan)। সূত্রের খবর, ডিহাইড্রেশন সমস্যা হয়েছে কিং খানের। আপাতত তিনি সুস্থ আছেন। কিন্তু রবিবার ফাইনালে কি তাঁকে চেন্নাইয়ের মাঠে দেখা যাবে?

এ বিষয়ে প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন জুঁহি চাওলা। বুধবার জুঁহি শাহরুখকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “শাহরুখের শরীরটা গত কাল (মঙ্গলবার) ভাল ছিল না। তার পরেও মাঠে গিয়েছিল খেলা দেখতে। এখন আগের থেকে ভাল আছে। চিকিৎসা হয়েছে। ঈশ্বর চাইলে, আশা করি সপ্তাহান্তে ও সুস্থ হয়ে যাবে। ফাইনালে দলকে উৎসাহ দিতে গ্যালারিতে থাকবে।”

আরও পড়ুন: রণবীর কাপুর-সাই পল্লবীর ‘রামায়ণ’ ছবির লুক ফাঁস!

উল্লেখ্য, রবিার চেন্নাইতে ফাইনাল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে জিতবে সেই দলই ফাইনাল খেলবে কেকেআরের সঙ্গে।

Entertainment