Wednesday, July 9, 2025
spot_img
26.7 C
West Bengal

Latest Update

Fighter aircraft has crashed

Fighter aircraft has crashed | ফের ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান, দেখুন কী অবস্থা

Follow us on :

ওয়েব ডেস্ক: ফের ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান (Fighter aircraft has crashed)। বুধবার রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই শহরের কাছে রয়েছে ভানুদা গ্রাম। সেই গ্রামের এক মাঠের উপর বিমানটি ভেঙে পড়ে বলেই খবর। তবে সেনাবাহিনীর তরফে এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

গ্রামবাসীদের দাবি, বুধবার বেলার দিকে আচমকা বিকট শব্দ শোনা যায়। প্রথমে বোঝা যায়নি, কোথা থেকে এই শব্দ এল। পরে দেখেন মাঠের উপর একটি বিমান ভেঙে পড়েছে। সেই বিমান জ্বলছে দাউ দাউ করে। ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং পুলিশ। তবে ওই বিমানে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবরও নিশ্চিত করা যায়নি।

Entertainment