Friday, December 19, 2025
spot_img
22 C
West Bengal

Latest Update

Aamir Khan

Aamir Khan | আমির খান কী প্রেমিক মানুষ? নিজের মুখেই জানিয়ে দিলেন

Follow us on :

ওয়েব ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে আমির-পুত্র জুনেইদ খানের ছবি ‘লভইয়াপ্পা’র ঝলক। সেই ছবিরই প্রচার সংক্রান্তই এক অনুষ্ঠানে প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেন আমির খান (Aamir Khan)। বিয়ে না টিকলেও তিনি নাকি আদ্যন্ত প্রেমিক মনের মানুষ।

আমির বলেন, “আসলে আমি মানুষ হিসাবে খুব রোম্যান্টিক। শপথ করে বলতে পারি, আমি খুবই প্রেমিক মানুষ। একটা কথা বলতে খুব হাসিই পায়। কিন্তু আপনারা আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সত্যিই বলছি, আমি রোম্যান্টিক।”

আমিরের সংযোজন, “আমি প্রেমে থাকতে ভালবাসি। প্রেমে যখন থাকি খুবই আহ্লাদে থাকি। আমার প্রিয় ছবির মধ্যেও রয়েছে একাধিক প্রেমের ছবি। প্রেমের ছবি দেখার সময়ে আমি হারিয়ে যাই। আমি নিজেও সত্যিকারের ভালবাসায় বিশ্বাস করি।”

শেষে প্রেম নিয়ে আমিরের স্বীকারোক্তি, “আমি মনে করি, নিজের আত্মার সঙ্গী খুঁজে পাওয়ার অর্থই প্রেম। সেই মানুষটার সঙ্গে আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন।”

Kriti Sanon | প্রেমিকের থেকে কী কী চান কৃতি?

Entertainment