Wednesday, June 18, 2025
spot_img
26.8 C
West Bengal

Latest Update

Neymar

Neymar | খেলে প্রতি মিনিটে কত টাকা রোজগার নেমারের? জানলে চোখ কপালে উঠবে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আগের তুলনায় বেতন কমেছে নেমারের (Neymar)। তার পরেও গত মরসুমে প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার করেছেন ব্রাজিলীয় ফুটবলার। সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে খেলেন নেমার। গত মরসুমে তাঁর বেতন ছিল ভারতীয় মুদ্রায় ৮৯০ কোটি টাকা। কিন্তু গোটা মরসুমে মোট ৪২ মিনিট খেলেছেন তিনি। বাকি সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছে নেমারের।

শোনা গিয়েছে তাঁকে নিতে চাইছে ইন্টার মায়ামি। অর্থাৎ, পুরনো সতীর্থ লিয়োনেল মেসি, লুই সুয়ারেস, সের্খিয়ো বুস্কেৎস ও জর্ডি আলবার সঙ্গে তাঁর খেলার কথা শোনা যাচ্ছিল। তবে আল হিলালেল কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, আপাতত তেমন কোনও কথা তাঁদের জানা নেই।

KL Rahul | কেএল রাহুলকে ছুটি দিল না BCCI, কেন জানেন?

Entertainment