Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Kriti Sanon

Kriti Sanon | প্রেমিকের থেকে কী কী চান কৃতি?

Follow us on :

ওয়েব ডেস্ক: কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় সঙ্গীর সঙ্গে। কেউ আবার বন্ধুর মতো হাতে হাত রেখে চলে। কিন্তু বলিউড অভিনেত্রী কৃতি শ্যননের (Kriti Sanon) প্রেমের ধরন ঠিক কেমন?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং বলিউড দিভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানিয়েছেন তিনি। কৃতির মতে, সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমেই প্রেম প্রকাশ করা যায়। তিনি বলেন, “ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তাঁর সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভাল বিষয়।”

কৃতির সংযোজন, “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।”

Entertainment